আল কোরআনের বিশেষত্ব

আল্লাহ তা'আলা বলেন,                                             ১,এটি (কোরআন) সেই কিতাব, যে ব্যাপারে কোন সন্দেহ নেই। এটি মুত্তাকীদের জন্য পথনির্দেশিকা পথনির্দেশিকা। ( সূরা বাকারা,০২ঃ০২)                           ২, আর এটি একটি কিতাব যা আমি অবতীর্ণ করেছি এটি বরকত হয় সুতরাং তোমরা যা অনুসরণ কর এবং আল্লাহকে ভয় কর-যাতে তোমরা দয়া প্রাপ্ত হতে পারো (সূরা আনআম,৬ঃ১৫৫)                                              ৩, এবং যখন কোরান পড়া হয় তখন তোমরা মনোযোগ সহকারে তা শ্রবণ কর এবং চুপ করে থাক যাতে তোমরা দয়া প্রাপ্ত হতে পারো।    ( সুরা আরাফ৭ঃ২০৪)   ৪, এ কোরআন এমন নয় যে, আল্লাহ ছাড়া অন্য কেউ তা রচনা করতে পারে এবং এটি এর সামনে যা আছে তার (অর্থাৎ পূর্ববর্তী কিতাবের) সত্যায়নকারী এবং আসমানি কিতাবের বিস্তারিত বর্ণনা, যে ব্যাপারে কোন সন্দেহ নেই, যা জগত সময় প্রতিপালকের পক্ষ থেকে (অবতীর্ণ)।     (সূরা ইউনুস,১০ঃ৩৭)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আল কুরআনে উল্লেখিত কুরআনের নামসমূহ

জাকিরুলের পরিচয়